সুন্দরগঞ্জে পুলিশ-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ-৬

0
269

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের সঙ্গে বাস্ত-ভিটা ও আবাদী জমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় ছয় ব্যক্তি।
ন্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের চর-খোর্দা নামক এলাকায় এ সংঘর্ষ বাঁধে। এতে স্থানীয়দের উপর পুলিশের গুলি বর্ষণের ঘটনায় আহতরা হলেন- উক্ত সংগ্রাম কমিটির সভাপতি মোজা মন্ডল, তার স্ত্রী মুক্তা বেগম, পুত্র শরিফুল ইসলাম, রেজাউল হক, মিনা আক্তার ও আশরাফুল মন্ডল। আহতদের মধ্যে অধিকাংশই কুড়িগ্রাম জেলার চিলামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। অপর একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঐ ইউনিয়নের চর খোর্দ্দা ও লাটশালার চরের সাড়ে চার’শ একরেরও বেশি পরিমাণের জমি অধিঃ গ্রহণ ছাড়াই নামে- বেনামে দলিল দেখিয়ে বেক্সিমকো কোম্পানী নামীয় একটি বেসরকারী প্রতিষ্ঠান সৌরবিদ্যুতের পাওয়ার প্লান্ট স্থাপনের নাম করে এলাকাবাসীদের উচ্ছেদ করছে। এনিয়ে বাস্ত-ভিটা ও আবাদী জমি উদ্ধার সংগ্রাম কমিটি নামে গঠিত একটি সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু, (আজ, মঙ্গলবার) উক্ত কমিটির কোন কর্মসূচী ছিল না। পুলিশ হঠাৎ করে এলাকাবাসীর উপর হামলা চালিয়েছে। উক্ত সংগ্রাম কমিটির সদস্য সচিব রইচ উদ্দিন জানান, (আজ মঙ্গলবার) এলাকায় মাটি কাটার কাজ শুরু করলে তাতে বাঁধা দিতে গেলে পুলিশ টিআরসেল ও গুলি বর্ষণ করে। পুলিশের পক্ষ থেকে তেমন কোন বক্তব্য না পাওয়া গেলেও উপজেলা নির্বাহী অফিসার- এস এম গোলাম কিবরিয়া স্থানীয়দের মধ্যে ৪জন আহত হবার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা জন সাধারণকে বোঝাতে সক্ষম হয়েছি। আনছার ক্যাম্পে অগ্নি কান্ডের ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here