সুন্দরগঞ্জে নৈশ্যকোচ উল্টে ১৫ জন আহত

0
266
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী নৈশ্যকোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আহত হয়েছেন অন্ততঃ ১৫ জন যাত্রী।
 প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৮টায় সুন্দরগঞ্জ- গাইবান্ধা আঞ্চলিক মহা-সড়কে উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের (শিমুলতলা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জান্নাত পরিবহণের (ঢাকা মেট্রো- ব- ১৪- ৭৭১৮) যাত্রীবাহী একটি নৈশ্যকোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে বাসের ভিতরে থাকা যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের মৃত মহির উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম (৩৫), আরাজী দহবন্দ গ্রামের জহুরুল হকের পুত্র নজরুল ইসলাম (৩৭), জরমনদী (গাজীরকুড়া) গ্রামের আলীম হোসেনের পুত্র আবু সালেক (২২), তারাপুর ইউনিয়নের নওহাটী চাচীয়া গ্রামের মৃত তালেব আলীর পুত্র ফরমান আলী (৩৫) ও তারাপুর গ্রাামের আব্দুল আউয়ালের পুত্র নাজমুল হোসেন (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রফিকুল গুরুতর। বাসে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে সুন্দরগঞ্জ ও গাবতলী টিকেট কাউন্টারে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সুন্দরগঞ্জ ও গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।  রামজীবন ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুস সালাম বসুনিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, উদ্ধার কর্মীরা আসার আগেই বাসের চালক, হেল্পার ও যাত্রীরা চলে গেছে। তবে, বাসে কতজন যাত্রী ছিল তা তিনি সঠিকভাবে জানতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here