সুন্দরগঞ্জে নাশকতার পরিকল্পনায় গ্রেফতার- ৮

0
349

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনকারী জামায়াতের ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আল-হেকমা মাদ্রাসার মসজিদে নাশকতার পরিকল্পনার সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক- নওয়াবুর রহমান, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম ও কি বাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক এনায়েত কবিরসহ অন্যান্য অফিসারগণ যৌথ অভিযান চালান। এতে পরিকল্পনাকারীদেরকে গ্রেফতার করেন। এসময় নগদ ১০ হাজার টাকা, ৫টি জিহাদী বই জব্দ করেন। গ্রেফতারকৃতরা সকলেই উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থক। তাদের বিরুদ্ধে কয়েকটি করে নাশকতা মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ বেকাটারী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আইয়ুব আলী, মনমথ গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোনায়েম খন্দকার, মোহাম্মদ আলীর ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বাবু, রামভদ্র কদমতলা গ্রামের জমির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম ওরফে ডিস লিটন, হাজী মজিবর রহমানের ছেলে আতিকুর রহমান, তালুক ফলগাছা গ্রামের মৃত নুর উল্যার ছেলে জাহাঙ্গীর আলম ও মনমথ কুটিপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মোহাম্মদ আলী।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচাজর্- এসএম আব্দুস সোবহান বলেন- এব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here