সুন্দরগঞ্জে ট্রাক চালকের বিচারের দাবিতে মানববন্ধন

0
263

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সুমি আক্তার নামে স্কুল ছাত্রীকে ট্রাক চাপায় হত্যার প্রতিবাদ ও ঘাতক ট্রাক চালককে অবিলম্বে গ্রেপ্তারসহ তার ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাইতানতলা বাজারে স্থানীয় ব্লাড ডোনার ক্লাব ও সেভ দ্য রোড নামে দুইটি স্বেচ্ছাসেবি সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারি, অভিভাবকসহ সর্বস্তরের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা কবি ও সাহিত্যিক কঙ্কন সরকার, সভাপতি সৈয়দ বশির আঞ্জুম, সেভ দ্য রোডের আহ্বায়ক কবি, সাহিত্যিক ও সাংবাদিক সুদীপ্ত শামীম। আন্দোলনে সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী ও ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুরজিত সরকার রাঙ্গা। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মশিউর রহমান, হাসান রোকন, ডাক্তার শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, শিক্ষার্থী আল-আমিন ইসলাম, হাসান আলী, শিক্ষক আব্দুুল হালিমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। এ সময় আন্দোলনকারিরা সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়। বিষয়টি জানতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে মুঠোফোণে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার মাত্র সাড়ে ৩ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় সুমি আক্তার (১৫) নামে ৮ম শ্রেণীর ছাত্রী নিহত হবার সাড়ে ৩ ঘন্টা পর আর একটি সড়ক দুর্ঘটনায় ববিতা রাণী (৬) নামে প্রথম শ্রেণীর আর এক ছাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here