সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন

0
403

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার প্রত্যুশে পতাকা উত্তোলণের মধ্য দিয়ে দিবসটি পালণে গৃহীত কর্র্মসূচী সমূহের শুভ-সূচনা করা হয়। একটি শোক র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে স্থনীয় অডিটোরিয়াম হলে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়ল, সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, গোলাম কবির মুকুল, অধ্যক্ষ একেএম হাবীব সরকার, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রভাষক মেহেদী হাসান রাসেল প্রমুখ। এদিকের, সর্বানন্দ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি শোক র‌্যালী স্থানীয় ময়েজ মিয়ার বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কর্যালয়ে আলোচনা শোভায় সভাপতিত্ব করেন- ইউনিয়ন আ’লীগের সভাপতি চাঁদ মিঞা। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান আদনান, সহ সভাপতি সাহানুর ইসলাম সুমন, মোজা মিয়া প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here