সুন্দরগঞ্জে জনরোষে অধ্যক্ষ’র মঞ্চ ত্যাগ

0
229

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরী অযাচিতভাবে অপত্তিকর বক্তব্যকালে জনরোষে মঞ্চ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় শোভাগঞ্জ নাগরিক সমাজ’র আয়োজনে স্থানীয় শোভাগঞ্জ মাধ্যমিক ভোকেশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সুপারিন্টেন্ডেন্টের মোজাম্মেল হকের সভাপতিত্বে জনতার মূখোমূখী ও টক-শো অনুষ্ঠন মঞ্চে এ ঘটনা ঘটে। আসন্ন সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, আফরুজা বারী ও শরীফুল ইসলাম। আব্রাহাম লিংকন রনির উপস্থাপনা ও পরিচালনায় অযাচিতভাবে মঞ্চে উঠেই পূর্বানুমতি ছাড়াই পস্থাপকের হাত থেকে মাইক্রোফোণ কেড়ে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার সময় জনরোষে পড়েন দেলওয়ার হোসেন নূরী। একপর্যায়ে বিক্ষিপ্ত জনতা নূরীকে গণধোলাই দেয়ার প্রস্তুত নিলে মঞ্চে উপস্থিত ৩ প্রার্থীসহ সমাজের স্বচেতন নাগরিক হিসেবে অায়োজক কমিটির নির্বাচিতগণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অনুষ্ঠানে সমাজের স্বচেতন নাগরিক হিসেবে নির্বাচিতদের মধ্যে ছিলেন- অধ্যক্ষ- ছামিউল ইসলাম, সাংবাদিক- আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক- জাহাঙ্গীর আলম, ছাপড়হাটী ইউপি’র সাবেক চেয়ারম্যান- ইয়াছিন আলী, প্রভাষক- মোফাস্বেরুল ইসলাম মমেনুল, প্রধান শিক্ষক (অব:)- জামিউল ইসলাম প্রমূখ।
এরআগ (২৯ জানুয়ারী) উক্ত মাঠে একটি অনুষ্ঠানে সাংবাদিকদেরকে প্রতিহত করতে চেয়ে হুমকীসহ উস্কানীমূলক বক্তব্য দিয়েছিলেন। ঘোড়া মারা আজিজের দোসর হলেও সম্প্রতি উপজেলার মন্ডলেরহাটে আ’লীগের নির্বাচনী কর্মীসভায় অনৈতিক সুযোগ নেয়ার প্রস্তুতি নিলে সক্রিয় আ’লীগ নেতার তোপের মূখে পালিয়ে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here