সুন্দরগঞ্জে উদ্যানতাত্বিক ফসল উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

0
231

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উদ্যানতাত্বিক ফসল উৎপাদন কলাকৌশল ও পারিবারিক পুষ্টি উন্নয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ও জেলা হর্টিকালচার কর্তৃক বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধা জেলা হর্টিকালচার সেন্টারের সিনিয়র হর্টিকালচারিষ্ট কৃষিবিদ ডক্টর সাইখুল আরিফিন। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা- কৃষিবিদ রেজা-ই-মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি বিভাগের এসএপিপিও-সাদেকুল ইসলাম, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি-আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক নাজিব হোসেন শান্তসহ অন্যান্য প্রশিক্ষণার্থী কৃষকগণ। প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক অংশ গ্রহণ করেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here