সুন্দরগঞ্জে আশ্রায়ণ প্রকল্পের ঘর জবর দখল অভিযোগ

0
282

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের প ানন পলাশতলায় বেসরকারীভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছ গ্রাম)’র ঘর জবর দখল করে নেয়ার অভিযোগ রয়েছে।
জানা যায়, ইসলামী রিলিফ ফাউন্ডেশন (ইআরএফ)’র সহযোগিতায় বেসরকারী সংস্থা এসকেএস বাস্তবায়নাধীন উক্ত চরে আশ্রহীন ৩০টি পরিবারের জন্য ৩০টি ঘর নির্মাণ করে। তিস্তানদীগর্ভে বিলীন হবার ফলে যেসব আশ্রহীনকে ঘর বরাদ্দ দেয়ার কথা রয়েছে। তাদের মধ্যে সমেস উদ্দিন, আমিজ উদ্দিন, আব্দুর রশীদ, আব্দুল আজিজ ও শুকুর আলী অন্যতম। তারা পরিবার-পরিজন নিয়ে সারা বছর ধরে অন্যের বাড়িতে বা কোন পরিত্যক্ত স্থানে অর্ধাহারে- অনাহারে দিনাতিপাত করে থাকেন। অথচ, সংঘবদ্ধ প্রভাবশালী একটি চক্র বর্ণিত আশ্রহীনদের ঘর জবর দখল করে নিচ্ছেন। চক্রটির কেউ অন্য ইউনিয়নের আবার কেউ কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলার বাসীন্দা। এব্যাপারে চক্রটির প্রধান ভুট্টু মিঞা, মোজাম্মেল হক, আবুল কালাম, নুরুল হক ও আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন এসব অসহায় আশ্রহীনরা। তাদের দাখীলকৃত অভিযোগ সংশিষ্ট ইউনিয়ন ভুমি অফিসে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ায় রবিবার বেলকা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অরূণ চন্দ্র মালাকার সরেজমিনে তদন্ত করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী এসব অসহায়দের প্রতি প্রভাবশালী চক্রের লোকজন নানান অন্যায়- অত্যাচার চালাচ্ছেন বলে আশ্রয়হীন এসব পরিবারের অভিযোগ রয়েছে। এব্যাপারে কথা হলে, বেলকা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা- অরুণ চন্দ্র মালাকার বলেন, অভিযোগের যথাযথ সত্যতা পেয়েছি। দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমির মালিকানা দাবী করে মোজাম্মেল হক, আমিনুল ইসলাম, নুরুল হক, ভুট্টু মিঞা গং ঘরগুলো জবর দখল করে নিয়ে উচ্ছেদ করছে। বলার কিছুই নেই। ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ বলেন, এব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে বলে তিনি শুনেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here