সুন্দরগঞ্জে আচরণবিধি লংঘন করে প্রচারণা

0
437

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লংঘন করে চলছে প্রচারণা।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশীল মোতাবেক প্রতীক বরাদ্দ না হতেই বামগণতান্ত্রিক জোট (বসদ) মনোনীত প্রার্থী কমরেড গোলাম রব্বানী তার ‘মই’ প্রতীক সম্বলিত পোষ্টার, লিফলেটসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রার্থী কমরেড গোলাম রব্বানীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য তার ব্যবহৃত নম্বর বিশিষ্ট (০১৭১৬৭৭২৫৫৩) মোবাইল ফোণে বৃহস্পতিবার বার বার কল করলে রিসিভ্ড না করায় তাকে এসএমএস পাছানো হয়। এতেও তিনি এঁড়িয়ে যান। ফিরতি বার্তা বা, এসএমএস বা, কোন সারা পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিসার সেকান্দার আলী জানান, প্রতীক বরাদ্দের আগে পোস্টার বা, লিফলেটসহ যে কোনভাবে প্রচার-প্রচারণা আচরণবিধি লযঘনের সামিল। আসন্ন এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী জানান, কোন প্রকার নির্বাচনী আচরণবিধি লংঘনের সু-নির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here