সুন্দরগঞ্জে অটোবাইক মালিক-শ্রমিকদের বিক্ষোভ

0
507

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের অবৈধভাবে টাকা হাতানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অটোবাইক মালিক-শ্রমিকরা।
বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে ছিন্ন-বিচ্ছন্নভাবে অটোবাইক রেখে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় বিক্ষোভকারীরা। পরে অটোবাইক মালিক ও শ্রমিকেরা বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় পৌরসভা কর্তৃপক্ষ কর্তৃক নম্বরপ্লেট বিহীন বছরে প্রত্যেক অটোবাইকের বিপরীতে ২ হাজার ৫শ’থেকে ৩ হাজার টাকা করে হাতানো ছাড়াও দৈনিক ১৫ থেকে ২০ টাকা করে হাতানোর প্রতিবাদ জানান। এতে বক্তব্য রাখেন- এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল, মোহাম্মদ আলীসহ অটোবাইক মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে ইউএনও- এসএম গোলাম কিবরিয়া বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। ফলে বিক্ষোভকারীরা অবস্থান ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here