সুন্দরগঞ্জের জিয়াউরের শেবামেকে পড়ার দায়ভার নিলেন নিপু

0
310

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের মেধাবী জিয়াউর রহমানের শের-ই- বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) পড়াশুনার সমস্ত দায়ভার গ্রহণ করেছেন- হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন’র পরিচালক- আজাদুল করিম নিপু।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরশহরস্থ হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন’র অফিস কক্ষে স্বতঃস্ফূর্তভাবে জিয়াউর রহমানকে ডেকে নিয়ে কিছু নগদ অর্থ দিয়ে তার পড়াশুনার সমস্ত দায়ভার গ্রহণ করেন বিদ্যানুরাগী আজাদুল করিম নিপু। এসময় জিয়াউরের সঙ্গে ছিলেন- তার হত- দরিদ্র রিক্সা চালাক পিতা আলম মিঞা। উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী গ্রামের আলম মিঞা- জিন্নাহ্ বেগম দম্পত্তির ১ম ছেলে জিয়াউর। আলম মিঞা সারাবছর ধরে কুমিল্লায় রিক্সা চালিয়ে সংসার চালান। সংসারে ২ ছেলের মধ্যে ছোট ছেলে মাজেদুল ইসলাম পূর্ব-ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত। অর্থাভাবে জিয়াউরের মেডিক্যালে ভর্তি অনিশ্চয়তার ব্যাপারে জানতে পেয়ে আজাদুল করিম নিপু স্বেচ্ছায় তার পড়া-শুনার দায়ভার গ্রহণ করেন। জিয়াউর গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) থেকে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলে সে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পায়। এব্যাপারে হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেনের পরিচালক আজাদুল করিম নিপু বলেন- শের-ই বাংলা মেডিকেল কলেজে (বরিশাল) মেধাবী ছাত্র জিয়াউর রহমানের পড়াশুনার যাবতীয় ব্যয়ভার বহণের দায়িত্ব গ্রহণ করেছি। এজন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। যাতে তিনি এ স্বীয়- দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here