সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ

0
358

জগন্নাথপুর প্রতিনিধি:-
ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে নাগরিকদের সেবাদানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ  উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার সেরা নির্বাহী কর্মকর্তা হিসেবে মুহাম্মদ মাসুম বিল্লাহকে নির্বাচিত ঘোষনা করা হয়। মঙ্গলবার উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্টানে জেলার সেরা    উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আসমা তামকীন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ ইফতেখার উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সুনামগঞ্জের পরিচালক এমরান হোসেন। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৭সালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক জেলার সেরা উপজেলার নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন মুহাম্মদ মাসুম বিল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুরে যোগদানের পর থেকে নাগরিক সেবার পাশাপাশি উপজেলার প্রতিটি শিক্ষা           প্রতিষ্ঠানের   শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে বিশেষ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনিক কাজের ফাঁকে প্রবন্ধ, গল্প, উপন্যাস লিখা ছাড়াও প্রাথমিক শিক্ষা নিয়ে কলাম লিখে যাচ্ছেন। ২০১৭সালে ২১ শে বই মেলায় মুহাম্মদ মাসুম বিল্লাহ’র লিখা শ্রুতি ও স্মৃতি নামে ছোট গল্পের প্রকাশিত বইটি পাঠক নন্দিত হয়েছে। এছাড়াও প্রাথমিক শিক্ষার উপর “মিড-ডে মিল” “আনন্দ ঘন পরিবেশে শিখন শিখানো হলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ে” “প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া ক্লাস”“অসময়কে সুসময় করা যায়”সহ এধরনের অসংখ্য কলাম, গল্প, প্রবন্ধ, নাটক ইতোমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। অত্যন্ত হাস্যজ্জল দক্ষ কর্মঠ সৎ ও ন্যায় পরায়ন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থীসহ উপজেলার সর্বস্তরের নাগরিকদের আস্তা অর্জনের পাশাপাশি তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মুহাম্মদ মাসুম বিল্লাহকে ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে নাগরিকদের সেবাদানে এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলার সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করায়  উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here