সুইডেনে আকস্মিক সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

0
402

খবর ৭১:হঠাৎ করেই সুইডেন সফরে গেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। বৃহস্পতিবার তিনি সুইডেনের রাজধানী স্টকহোমে পৌঁছান।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কিম জং-উন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের প্রত্যাশা অনেকটা বাড়িয়ে দিয়েছে। খবর গার্ডিয়ানের।

ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে মধ্যস্থতা করার ইতিহাস সুইডেনের দীর্ঘদিনের।

তবে পিয়ংইয়ং বলেছে, কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমনে সুইডেনের সহায়তা পাওয়া এবং দ্বীপক্ষীয় সম্পর্কন্নোয়ন এ সফরের উদ্দেশ্য।

রি এরই মধ্যে সুইডিশ পররাষ্টমন্ত্রী মার্গোট ওয়ালস্টোমের সঙ্গে বৃহস্পতিবার দিনশেষে এবং শুক্রবার সকালে বৈঠক করেছেন। মার্গোট বলেন, কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমনে সুইডেন সানন্দে সহায়তা করবে।

সাংবাদিকদের তিনি বলেন, আমরা সংলাপ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী।

রি এর সুইডেন সফর দুইদিনের জন্য নির্ধারিত থাকলেও পরে তা বাড়ানো হয়েছে এবং তিনি এখন রোববার পর্যন্ত সেখানে থাকবেন বলে জানিয়েছে সুইডেনের গণমাধ্যম।

এদিকে ট্রাম্প এবং কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠকের সম্ভাব্য স্থান হিসাবে যে সব দেশের কথা ভাবা হচ্ছে তার মধ্যে আছে সুইডেন। দেশটি মধ্যস্থতার মধ্য দিয়ে সব বাধা দূর করে কিম-ট্রাম্প শীর্ষ বৈঠকের পথ সুগম করতে পারে বলে আশা করছেন এই দুই নেতা।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here