সীমান্তে গোলাগুলির মধ্যে এক বিরল ঐক্যে পৌঁছেছে পাকিস্তান ও ভারত

0
267

খবর৭১:কয়েক মাস ধরে চলমান বৈরিতা ও সীমান্তে গোলাগুলির মধ্যে এক বিরল ঐক্যে পৌঁছেছে পাকিস্তান ও ভারত। কাশ্মীরে দুই দেশের সীমান্ত লাইন অব কন্ট্রোল (এলওসি) ও কার্যকর অন্য সীমান্তগুলোতে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ। মঙ্গলবার তারা এই ঐক্যে পৌঁছে।

গত প্রায় এক বছর ধরে পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে উভয়পক্ষের শতাধিক মানুষ নিহত হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযান বিভাগের মহাপরিচালকদের মধ্যে এক ফোনালাপে তারা গোলাগুলি বন্ধে সম্মত হয়। পাকিস্তানের উদ্যোগে মেজর জেনারেল সাহির শামশেদ মির্জা ও লে. জেনারেল অনীল চৌহানের মধ্যে ওই আলোচনা হয়।

দুই পক্ষই এই ইস্যুতে একই রকম বিবৃতি দিয়েছে, যা নজিরবিহীন। কারণ আগে থেকে উভয়পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করে আসছিল।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই মহাপরিচালকই ২০০৩ সালের সালের যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে যেতে রাজি হয়েছে।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here