সিলেট-২ আসনের সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার আদায়ে নিজেকে উৎসর্গ করতে চাই — মুহাম্মদ মুনতাসির আলী

0
394

মোহাম্মদ সাহেদ আহমদ,সিলেট প্রতিনিধি  :
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মুনতাসির বলেছেন, গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খেলাফত মজলিস। এর অংশ হিসাবে দলটি এ আসনে প্রার্থী দিতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, সিলেট-২ আসনের সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার আদায়ে নিজেকে উৎসর্গ করতে চাই।
গতকাল শুক্রবার খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন উদযাপননের    জন্য      আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাজপুরস্থ শেরাটন পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ। শাখা সেক্রেটারি মাওলানা শুয়াইব আহমদ এবং সহ সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সংগঠনের জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলনা আ ফ ম শোয়াইব , শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আবুল কালাম আজাদ , খেলাফত মজলিস জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান , শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাওলানা সৈয়দ আলী আসগর , অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ছইদুর রহমান , বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ আওলাদ, ইসালামি ছাত্র মজলিসের সিলেট পশ্চিম জেলা সভাপতি জাকির হোসাইন। সভায় ইউনিয়ন শাখার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here