সিলেটে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

0
470

খবর৭১: সিলেটের গোয়াইনঘাটে মসজিদের জায়গার মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সালুটিকর মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন।

নিহতরা হলেন, মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া এবং আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সালুটিকর বাজারে অবস্থিত মসজিদে থাকা একখণ্ড জমির মালিকানা নিয়ে শুক্রবার মসজিদের মোতোওয়াল্লি মিত্রিমহল গ্রামের আবদুস সোবহানের সঙ্গে কথা কাটাকাটি হয় বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শনিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিশের মধ্যেই বহর গ্রামবাসী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মনাই মিয়া ও রুমেল আহমদ মারা যান। আহত হয় অন্তত ২০ জন। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here