সিলেটে ‘নলেজ হারবার স্কুল এন্ড কলেজ’র উদ্বোধন নলেজ হারবার শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করবে

0
365

—প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি
উচ্চ মানসম্পন্ন শিক্ষা, নৈতিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতা এবং দেশপ্রেম-এর দৃঢ় প্রত্যয় নিয়ে সিলেটের উপশহরস্থ ব্লক সি-এ যাত্রা শুরু করল ‘নলেজ হারবার স্কুল এন্ড কলেজ’। ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন-এর সিলেবাস ও টেক্সট নিয়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপশহরস্থ স্কুলের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। নলেজ হারবার স্কুল এন্ড কলেজ ও জেএমজি কার্গো’র চেয়ারম্যান মনির আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্্েরাপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার(উত্তর) ফয়সল মাহমুদ, সিলেট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, র‌্যাব-৯-এর এডিশনাল এসপি মুহাম্মদ মনিরুজ্জামান। প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল নাজমুল আনসারীর স ালনায় অনুষ্ঠানে অন্য্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান, চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, পরিচালক শামসাদুর রহমান রাহীন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অধ্যাপক বাছিত ইবনে হাবীব। প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, সত্যিকার শিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন মানুষকে কাজে লাগিয়ে নলেজ হারবার স্কুল এন্ড কলেজ নিজেদেরকে সমৃদ্ধ করবে বলে আমার প্রত্যাশা। এই প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটিয়ে রাষ্ট্রের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং শিক্ষকরা আমার পরিচিত এবং কেউ কেউ আমার মেধাবী ছাত্র ছিলেন, বিধায় আমি বিশ্বাস করি তারা এটাকে একটি শ্রেষ্ট বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ভূমিকা রাখবে। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন শিক্ষক। শিক্ষকের হাত ধরেই সমাজের পরিবর্তন হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যদি সত্যিকার শিক্ষার খোরাক দেন তবেই শ্রেষ্ট মানুষ গড়ে তুলতে পারবেন। বিশেষ অতিথির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, নলেজ হারবার স্কুল এন্ড কলেজ দেশের অন্যতম শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত হবে এটাই প্রত্যাশা করি। সিলেট মেট্রাপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ বলেন, শিক্ষার মাধ্যমে সমাজ সুন্দর হয়। এ ক্ষেত্রে নলেজ হারবার স্কুল এন্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। র‌্যাব-৯-এর এডিশনাল এসপি মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, মানুষকে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির আহমদ বলেন, দক্ষতা, পরিশ্রম, ইচ্ছাশক্তির সমন্বয়ে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার মিশন নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কাম্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলেজ হারবার স্কুল এন্ড কলেজ-এর ম্যানেজিং ডিরেক্টর ওমর শরীফ নোমান, ফিন্যান্স ডিরেক্টর খন্দকার আব্দুল কুদ্দুস, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর এডভোকেট মো. আহসান উল্লাহ, ডিরেক্টর গোলাম কিবরিয়া, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here