সিলেটের মেজরটিলায় সাউদিয়া কার সেন্টার-এর উদ্বোধন

0
412

খবর ৭১ঃ
সিলেটের পূর্ব মেজরটিলা বাজারে সাউদিয়া কার সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাউদিয়া কার সেন্টার-এর উদ্বোধন উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার (১০ ডিসেম্বর) বিকালে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসময় প্রধান অতিথি হিসেবে সাউদিয়া কার সেন্টার-এর উদ্বোধন করেন সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। সাউদিয়া কার সেন্টার-এর স্বত্ত্বাধিকারী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সহ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, রোটারি পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট সালেহ আহমদ সেলিম। মোনাজাতপূর্ব আলোচনা সভায় অতিথিবৃন্দ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সততার সাথে ব্যবসা পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন। পরে ফিতা কেটে অতিথিবৃন্দ সাউদিয়া কার সেন্টার-এর শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম খান, সিলেট জেলা পরিষদের সদস্য শামীম আহমদ শামীম, ৪নং খাদিমপাড়া ইউপির চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান স্বপন, এপেক্স ক্লাব বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট কাইয়ুম চৌধুরী, সমাজসেবী ইশতিয়াক আহমদ সিদ্দিকী, বিশিষ্ট চা-কর মুসলেহ উদ্দিন খান, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার হুমায়ুন আহমদ, আল হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অলিউর রহমান, ব্যবসায়ী কফিলুর রহমান, রতন মনি মোহন্ত, গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, বঙ্গবন্ধু মহিলা ফাউন্ডেশনের শাহিদা আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জুমেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল ইসলাম, মঞ্জু আহমদ, আদনান হোসেন ছোটন, ফাহিম আহমদ লস্কর প্রমুখ। কার সেন্টার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাহবুবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here