সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

0
209

খবর৭১:চার বছর পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র কর্নেল সীন রিয়ান শুক্রবার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

রিয়ান বলেন, ‘জোটের পক্ষ থেকে স্বেচ্ছায় সিরিয়া ত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে।’ এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

তিনি বলেন, ‘অভিযানের ক্ষেত্রে নিরাপত্তার বিষয় ছাড়া নির্দিষ্ট সময়সীমা, স্থান বা সেনাদের যাতায়াত সম্পর্কে কোনো আলোচনা আমরা করব না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক মাসেরও কম সময়ের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হল। তবে কবে নাগাদ প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য হাসাকেহর রেইলান বিমানঘাঁটিতে চলাফেরা কমিয়ে দিয়েছে মার্কিন জোট।

সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, ‘বৃহস্পতিবার হাসাকেহ প্রদেশের রেইলান সামরিক ঘাঁটি থেকে কিছু আমেরিকান সেনা প্রত্যাহার করা হয়েছে।’
খবর৭১/জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here