সিরিয়া ইস্যুতে আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি

0
359

খবর৭১: মিথ্যা অভিযোগে সিরিয়ার সামরিক হামলা চালালে আমেরিকাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সোমবার (৮ এপ্রিল) নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নেবেনজিয়া বলেন, হামলা করার জন্য সিরিয়ার হাতে কোনো রাসায়নিক অস্ত্র নেই।

তিনি বলেন, সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে আমরা আমেরিকাকে এ তথ্য দিয়েছি যে, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করেছে রাশিয়া এবং মিথ্যা অভিযোগে সিরিয়ায় সামরিক হামলা চালালে আমেরিকাকে মারাত্মক পরিণতির মুখে পড়তে হবে।

নেবেনজিয়া বলেন, রাসায়নিক অস্ত্র বিষয়ক আন্তর্জাতিক নজরদারি প্রতিষ্ঠানগুলোর উচিত মঙ্গলবারের মধ্যেই সিরিয়ায় তদন্তকারী পাঠানো।

তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী, তেজস্ক্রিয়, জীবাণু ও রাসায়নিক অস্ত্র বিষয়ক ইউনিটগুলো কথিত রাসায়নিক হামলার ঘটনাস্থলে রয়েছে এবং তারা সেখান থেকে জানিয়েছে যে, রাসায়নিক হামলার মতো কোনো কিছু পাওয়া যায়নি। সেখানে কোনো মৃতদেহতো নয়ই বিষক্রিয়ায় আক্রান্ত কোনো ব্যক্তিকেও হাসাপতালে পাওয়া যায়নি। দুমার ডাক্তাররাও বলেননি যে, সেখানো রাসায়নিক হামলার শিকার কোনো ব্যক্তি ভর্তি হয়েছে। সিরিয়ার রেড ক্রিসেন্টও এ ঘটনার সত্যতা স্বীকার করেনি। এ অবস্থায় আমরা আন্তর্জাতিক রাসয়নিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রতিষ্ঠান ওপিসিডাব্লিউ-কে সিরিয়ার ঘটনা তদন্ত করে দেখার অনুরোধ করছি।

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতার দৌমা শহরে শনিবার রাসায়নিক হামলার ঘটনা ঘটে। এতে ৭০ জন নিহত হন।

এ হামলার পর সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ছয়টি দেশের আহ্বানে জরুরী বৈঠক বসে নিরাপত্তা পরিষদ।

রাসায়নিক এ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র বলছে, বিদ্রোহীদের দমনের নামে নিরপরাধ শিশু এবং বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলা চালাচ্ছে আসাদ সরকার। আর এই বর্বরতায় মূল কলকাঠি নাড়ছে রাশিয়া।

এদিকে, সিরিয়া ও রাশিয়া বলেছে, দুমায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাদের সাফল্য ম্লান করে দিতেই আমেরিকা এ অভিযোগ তুলেছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here