সিরিয়ায় যুদ্ধবিরতি: একমত হতে পারেনি নিরাপত্তা পরিষদ

0
300

খবর৭১: পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একমত হতে পারেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার একথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ।

সিরিয়ায় সন্ত্রাসীদের হামলা বেড়ে যাওয়ার ফলে দেশটিতে সহিংসতা জটিল আকার ধারণ করেছে। এ অবস্থায় এক মাসের জন্য সারা দেশে যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। দেশটিতে মানবিক সহায়তা ও জরুরি ওষুধপত্র সরবরাহের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সুইডেন ও কুয়েত এ প্রস্তাব উত্থাপন করে। এতে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির দাবি জানানো হয়।

বুধবার নেবেনজিয়া এ প্রস্তাবের বিষয়ে কিছু সংশোধনী উত্থাপন করেন। তিনি বলেছিলেন, সাধারণ কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যাবে না বরং এটি খুবই জটিল ও দীর্ঘ প্রক্রিয়া।

এরপর বৃহস্পতিবার সকালের দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া প্রস্তুত আছে তবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আন-নুসরা ফ্রন্টসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এর আওতায় আনা যাবে না।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here