সিরিয়ায় এফ-২২ যুদ্ধবিমান পাঠানো বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

0
337
RUSSIA - JULY 19, 2018: Mikoyan MiG-31 supersonic interceptor aircraft with the Kh-47M2 Kinzhal air-launched ballistic missiles during drills with the Tupolev Tu-22M3 supersonic strike bombers. The Kinzhal missile can be launched from Tupolev Tu-22M3 bombers or Mikoyan MiG-31BM interceptors; it accelerates to hypersonic speed and is able to perform sharp maneuvers, which makes it almost invulnerable for any missile defence system. Video screen grab/Press and Information Office of the Defence Ministry of the Russian Federation/TASS

খবর৭১:সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের বিরোধীদের দীর্ঘদিন ধরেই সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এবার তাদের সহায়তায় এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

কিছুদিন আগেই রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ সংগ্রহের ঘোষণা দিয়েছে সিরিয়া। মূলত সেই ক্ষেপণাস্ত্রের পাল্টা ব্যবস্থা হিসেবেই এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগেও সিরিয়ায় হামলার সময় মার্কিন বাহিনী এফ-২২ এবং এফ-১৬ সিজে বিমান ব্যবহার করেছিল।

এর আগে থেকেই সিরিয়ায় ও সংলগ্ন এলাকায় মার্কিন সেনা উপস্থিতি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি আইএসের বিরুদ্ধে যুদ্ধে এসব সেনারা কাজ করছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here