সিরিয়ায় একাধিক বিমান হামলায় নিহত দুই শতাধিক

0
287

খবর৭১:সোমবারের পর থেকে সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৪ জন শিশু ও ৪১ জন নারী রয়েছে।

জাতিসংঘ মঙ্গলবার সিরিয়ায় অন্তত একমাসের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সে আহ্বান উপেক্ষা করেই প্রচণ্ড বিমান হামলা অব্যাহত আছে।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতা অঞ্চলে সরকারি বাহিনী গত কয়েকদিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ সে অঞ্চলে গতকাল বিমান হামলায় ১২ শিশুসহ ৩১ জন নিহত হয়েছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরতলীর হামুরিয়ে, বেইত সাবা এবং দৌমায় সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং গোলাবর্ষণ করেছে।
ঘৌতায় বোমা হামলায় ৩১ জন নিহত হওয়া ছাড়াও আরো ৬৫ জন আহত হয়েছে।

সিরিয়া সরকার বরাবরই হামলায় বেসামরিক জনগণ নয় বরং কেবল জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করে আসছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here