সিরিয়ায় আরও ৬০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

0
273

খবর৭১: ইরাক সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিষ্ঠিত সেনাঘাঁটিতে আরও ৬০০ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

তুর্কি ভাষার দৈনিক ইয়েনি অ্যাকিত জানিয়েছে, সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র।

আল-তানাফ এলাকায় প্রতিষ্ঠিত সেনাঘাঁটিতে সম্প্রতি ৬০০ মার্কিন সেনা প্রবেশ করেছেন।

দুই বছর আগে দামেস্কের অনুমতি ছাড়া ওই সেনাঘাঁটি নির্মাণ করে যুক্তরাষ্ট্র।

আরবি ভাষার নিউজ ওয়েবসাইট পালমিরা মনিটর জানিয়েছে, গত কয়েক দিনে মার্কিন সেনাদের বেশ কিছু ইউনিটকে সাঁজোয়া যানসহ ওই সেনাঘাঁটিতে প্রবেশ করতে দেখা গেছে।

এর আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের কর্মকর্তা আলেক্সজান্ডার ভেনেদিক্তোভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছিল, সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী অধ্যুষিত এলাকায় প্রায় ২০টি সামরিকঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেদিক্তোভ বলেন, ‘সিরিয়ায় বিদেশিদের হস্তক্ষেপের কারণে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন সামরিক বাহিনী ২০টি ঘাঁটি নির্মাণ করেছে।’

ওয়াশিংটন কুর্দি বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করছে বলেও ওই রুশ নিরাপত্তা কর্মকর্তা জানান। তিনি আরও বলেন, দামেস্ক সরকারের অনুমতি ছাড়া আল-তানাফ সেনাঘাঁটির আশপাশের ৫৫ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া জর্ডানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বরিস বোলোতিন বার্তা সংস্থা স্পুৎনিককে জানিয়েছেন, আল-তানাফ এলাকায় মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here