সিরিয়ার বিদ্রোহীদের ছেড়ে যাওয়া এলাকা থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার

0
268

খবর ৭১ঃ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় হামা প্রদেশের আরকাব শহরের বিদ্রোহীদের ছেড়ে যাওয়া এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইলে তৈরি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর সিরিয়ার সংবাদ সংস্থা সানার।
আরকাব শহরে সিরিয়ার সেনাদের কম্বিং অপারেশনের সময় একটি সুড়ঙ্গ পথ এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।
এর মধ্যে ইসরাইলে তৈরি গ্রেনেড লাঞ্চার, স্নাইপার রাইফেল, মর্টারের গোলা, আরপিজি লাঞ্চার এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক রয়েছে।
সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এর আগেও সেনা অভিযানের সময় ইসরাইলি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইসরাইল সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের চলমান সহিংসতায় অস্ত্র, প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা দিয়ে সাহায্য করে আসছে।
সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের চিকিৎসা দেয়ার জন্য সীমান্তের কাছে অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইল হাসপাতাল স্থাপন করেছে। এসব হাসপাতালে চিকিৎসা নেয়া সন্ত্রাসীদের দেখতে গেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সে ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here