সিরিয়ার পূর্ব ঘৌটা ও আফরিনে মানবিক সংকট দেখা দিয়েছে

0
276

খবর৭১:গৃহযুদ্ধ ও বিদেশি শক্তির আক্রমণে সিরিয়ার পূর্ব ঘৌটা ও আফরিনে মানবিক সংকট দেখা দিয়েছে। এই দুই অঞ্চলের পৃথক লড়াই থেকে বাঁচতে বিপুলসংখ্যক মানুষ পালিয়ে যাচ্ছে।

অসংখ্য সাধারণ মানুষ বোমাবর্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
সিরিয়ার আফরিনে তুর্কি সেনাবাহিনী ও তাদের মিত্র বিদ্রোহীদের হামলায় শিশুসহ ৪০ জনের বেশি নিহত হয়েছে। সেখান থেকে হাজার হাজার মানুষ পালাচ্ছে। কুর্দি ওয়াইপিজি যোদ্ধারা আফরিনের নিয়ন্ত্রণ ধরে রাখতে তুর্কি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব ঘৌটা অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে রুশ সমর্থিত সিরীয় বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে।

সিরিয়ায় দুই লড়াইয়ের একটিতে সমর্থন দিচ্ছে রাশিয়া, অন্যটিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্ক।

উভয় স্থান থেকে ঠিক কতসংখ্যক মানুষ পালিয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো প্রকাশিত হয়নি। তবে এর সংখ্যা অর্ধ-লক্ষাধিক হবে বলেই প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here