সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেন বৃক্ষবন্ধু আবুল হোসেন

0
338

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজগঞ্জের বৃক্ষবন্ধু আবুল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে আজ ৪ঠা আগস্ট শনিবার সকাল ১০.০০ টায় ৫৫১টি ফলজ,বনজ, ঔষধি বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বৃক্ষরোপন ও চারা বিতরণ করেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আরশেদ আলী, সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হান্নান খান, এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এম. এম. কামরুল হাসান,চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকন, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হিরোক গুন,ডিবিসির সাংবাদিক রিফাত রহমান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরে আলম,জাহিদ হাসান শান্ত,আতাউর রহমান,প্রথম আলো বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা, ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলার আগাম প্রস্তুতি গ্রহণ ,প্রকৃতির সৌন্দর্যবর্ধন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে আজীবন মেয়াদী এই ব্যতিক্রমী উদ্যোগ চলবেই বলে জানান এই বৃক্ষপ্রেমিক। এছাড়া তিনি বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও সকল শিক্ষার্থীর মাঝে সবুজ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার জন্য সরকার সহ সকল মহলের নিকট উদাত্ত আহবান জানিয়েছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here