সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট

0
463

উজ্জ্বল অধিকারী, বেলকুচি সিরাজগঞ্জ (প্রতিনিধি):
যাত্রীবাহী বাস ভাঙচুর ও আগুন দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি। বাস-মিনিবাস বন্ধ থাকলেও সিএনজি অটোরিকশা চলাচল করেছে স্বাভাবিক ভাবে। নাশকতা এড়াতে বেলকুচির বিভিন্ন পয়েন্টে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ছিলো। বৃহস্পতিবার রাতে জরুরি এক সভায় এ ধর্মঘটের ঘোষণা দেয় বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, যুবলীগ নেতা গ্রেফতারের পরপর তার সমর্থকরা বেলকুচির চালা ও মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক রুটে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকারের বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া পর্যন্ত ধর্মঘট বহাল থাকবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দলীয় কোন্দলে বেলকুচি পৌর মেয়রের কার্যালয়ে হামলা ও মেয়র আশানুর বিশ্বাসকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তাদের সমর্থকরা চালা ও মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় গ্রেফতারের প্রতিবাদে মিছিল করে। এ সময় সমর্থকরা ক্ষপ্ত হয়ে বাস, মিনিবাস, ট্রাক ও সিএনজি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here