সিরাজগঞ্জে এসডিজি বিষয়ক ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত

0
370

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে এসডিজি বিষয়ক ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে ধ্রুবতারা ইয়ুথ ডেভোলফমেন্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সভাপতি উজ্জ্বল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী আকন্দ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলকুচি, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভোলফমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেগম আশানুর বিশ্বাস, মেয়র, বেলকুচি পৌরসভা, সুলতানা রাজিয়া মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা, পরিষদ, বেলকুচি, মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, বেলকুচি থানা, মোঃ গোলাম মোস্তফা রুবেল, সাংবাদিক ও সমাজকর্মী, মো: পলাশ তালুকদার, সহ-সাধারন সম্পাদক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মো: তানভীর আনজুম তুষার, সাংগঠনিক সম্পাদক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মামুন বিশ্বাস, সাংবাদিক ও সমাজকর্মী, রফিকুল ইসলাম মমিন, সমাজকর্মী সহ সুশীল সমাজ, ছাত্র-ছাত্রী সাংবাদিক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জাতীয় সংঘ ঘোষিত ২০৩০সালের মধ্যে এসডিজি অর্জনে ১৭টি বিষয়ক বাস্তবায়নে লক্ষ্যে ইয়ুথ গ্রুপকে এগিয়ে আসার আহবান জানান। শিক্ষা ,স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, দারিদ্র বিমোচন, রাস্তা-ঘাটের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসার আহবান জানান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here