সিরাজগঞ্জের হাটিকুমরুলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডাল মজিদ আইন বহির্ভুত ভাবে ইট ভাটা স্থাপন করছে

0
243

মোঃ জহির রায়হান, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকা দক্ষিন পাড়া গ্রামে ৩ ফসলী জমিতে অনুমোদন না নিয়েই ফেন্সিডিল ও ইয়াবার মামলায় একাধিকবার গ্রেফতার হওয়া হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ওরফে ড্যাল মজিদ ”সুফিয়া ব্্িরকস” বিশাল ইট ভাটা নির্মানের কাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ-“ এই ইট ভাটা নির্মিত হলে আশে পাশের প্রায় শত বিঘা ৩ ফসলী আবাদী জমি নষ্ট হবে”।
২০১৩ সনের ৫৯ নং আইন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত কর্মকান্ড- নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন:৮ ধারায় বলা আছে- কতিপয় স্থানে ইটভাটা স্থাপন নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ।(১) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ছাড়পত্র থাকুক বা না থাকুক, এই আইন কার্যকর হইবার পর নি¤œবর্ণিত এলাকার সীমানার অভ্যন্তরে কোন ব্যক্তি কোন ইটভাটা স্থাপন করিতে পারিবেন না,
যথাঃ (ক) আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা;(খ) সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর; (গ) সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি;(ঘ) কৃষি জমি; (ঙ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা; (চ) ডিগ্রেডেড এয়ার শেড
২ (ঝ) ধারায় বলা আছে “কৃষি জমি” অর্থ এমন কোন জমি যাহা বৎসরে একাধিকবার কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত হয়;
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা খিজির আহমেদ বলেন- “ ভাটা নির্মান এর কাজ আমি নিজেও দেখেছি , মৌখিক ভাবে নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। আমি নোটিশ পাঠানোর ব্যবস্থা করবো”।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here