সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতীদের আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক

0
315

উজ্জ্বল অধিকারী, বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্থ্য প্রান্তিক তাঁতিদের ২য় বারের মতো আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। গত বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ্য হয় বেলকুচির তাঁত শিল্পে। বন্যার সময় ও বন্যা পরবর্তিতে জেলা প্রশাসক এসকল অঞ্চল ঘুরে দেখেন এবং প্রতিশ্রুতিদেন প্রান্তিক তাঁতীদের সহায়তা প্রদান করা হবে। সে অনুপাতে ২০জন প্রান্তিক তাঁতীকে বেছেনিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের নিয়মিত তদারকির পর। পিছিয়ে থাকা ৬জন তাঁতীকে গতকাল বুধবার বিকেলে বেলকুচি উপজেলা হল রুমে বিসিএস উইমেন নেটওয়ার্কের সহায়তায় এদের ২য় বারের মতো আর্থিক অনুদান প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বিসিএস উইমেন নেটওয়ার্কের সমন্বয়ক ও কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার ভুমি নুসরাত সিফা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, প্রান্তিক তাঁতী আব্দুল জলিল, নান্নু মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here