সিজারের সময় পেটের বাচ্চাকে দুই ভাগ:৭ জনকে হাইকোর্টে তলব

0
278

খবর৭১: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) এক প্রসূতির সিজার করার সময় পেটের বাচ্চাকে কেটে দুই ভাগ করে ফেলার ঘটনায় কুমিল্লার সিভিল সার্জন, মেডিকেলের পরিচালকসহ সাতজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল হাজির হয়ে তাদেরকে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দৈনিক আমাদের সময়সহ দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিষয়ে প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে আজ রোববার এ আদেশ দেন।

বাকি পাঁচজন হলেন- ডা. নসারিন আক্তার পপি, ডা. আয়েশা আফরোজ, ডা. জানিরুল হক, ডা. দিলরুমা শারমীন ও ডা. করুণা রানী কর্মকার।

একইসঙ্গে আদালত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

পত্রিকা দুটি আদালতের নজরে আনেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান ও আইনজীবী শেগুফতা তাবাসসুম।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here