সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিয়ানমারে জরুরি অবতরণ

0
357

খবর৭১:সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিয়ানমারে জরুরি অবতরণ করেছে। অবতরণের কারণ হিসেবে কারিগরি ত্রুটির কথা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
হঠাৎ মিয়ানমারে অবতরণ করায় ফ্লাইটের অন্তত ১৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।জানা গেছে, উড্ডয়নের পরই বিমানটির একটি ইঞ্জনে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৯ ফ্লাইটটি বুধবার বেলা সাড়ে ১২টার কিছু সময় পর ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। যাত্রার দেড় ঘণ্টার মধ্য টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় এয়ারক্রাফটটি মিয়ানমারের ম্যান্ডলি বিমানবন্দরে জরুরি অবতরন করে।

রাতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ ফ্লাইট মিয়ানমারে গিয়ে অপেক্ষমাণ যাত্রীদের সিঙ্গাপুরে নিয়ে আসে। একই সঙ্গে ত্র“টিপূর্ণ বিমানটির ত্র“টি সারাতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ টিম পাঠানো হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here