সিএমপির বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের রুমে বিস্ফোরণ

0
273

খবর৭১ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) হেডকোয়াটারের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একটি রুমে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

সোমবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে নগর গোয়েন্দা পুলিশ-ডিবি শাখার দ্বিতীয় তলায় বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একটি রুমে হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। এসময় ওই এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দেখা যায় আগুন।

নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক কর্মকর্তা জানান, বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একটি রুমে উদ্ধার করা বোমাগুলো রাখা হতো। সেখানে দুটি বোমা হঠাৎ বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।

তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিএমপির কোনো কর্মকর্তার বক্তব্য নেয়াও সম্ভব হয়নি। সিএমপি হেডকোয়াটারের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here