সিইসির জায়গায় বিশ্বাসযোগ্য কাউকে চাই : ড. কামাল

0
223

খবর ৭১: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার স্থানে বিশ্বাসযোগ্য কাউকে বসানোর দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের প্রেসিডেন্ট ড. কামাল হোসেন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পরিবেশের নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. কামাল এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতা বলেন, ‘সিইসির সঙ্গে কথা বলার পর আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা তার জায়গায় বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি চাই। বিরোধী দলের নেতাকর্মীদের পাইকারী হারে গ্রেপ্তার এখনো চলছে, যা উপযুক্ত নির্বাচন পরিবেশ তৈরির পক্ষে সহায়ক নয়। এই পাইকারী হারে গ্রেপ্তার বন্ধ করা উচিৎ।’
ড. কামাল বলেন, ‘পুলিশ রাষ্ট্রের বাহিনী…তারা সরকারি বাহিনী নয়। সঠিক নির্বাচনী পরিবেশ তৈরির জন্য পুলিশকে কাজ করতে হবে। তাদের অবশ্যই বিরোধী দলকে সুরক্ষা দিতে হবে।’
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here