সালমানকে বাঁচানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

0
261

খবর৭১:সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে। এর পরও তাকে বাঁচানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিআইএর সে প্রতিবেদন গণমাধ্যমে আসার ২৪ ঘণ্টা না পেরোতেই সৌদি যুবরাজের পক্ষে ট্রাম্পের সহানুভূতিশীল অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি ট্রাম্প তাকে অপরিপক্কও বলেছেন।

খাশোগি হত্যা ইস্যুতে মঙ্গলবার পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তার কাছে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এতে খাশোগি হত্যায় কারা দায়ী এবং এ ঘটনার সামগ্রিক প্রভাব কী- চূড়ান্ত প্রতিবেদনেই মার্কিন সরকার তা জানতে পারবে বলে জানিয়েছেন ট্রাম্প।

শুক্রবার সিআইএর প্রতিবেদনে জানা যায়, রাজপরিবারের বেশকিছু নীতির সমালোচক খাশোগিকে হত্যার নির্দেশ সৌদি ক্রাউন প্রিন্সই দিয়েছিলেন। সিআইএ’র এ অনুমানকে ‘সম্ভব’ বলেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালও সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দোষ স্পষ্ট হয়নি বলে জানিয়েছে। ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার এখনও খাশোগি হত্যায় জড়িতদের চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। খাশোগি হত্যাকাণ্ডে এখনও অসংখ্য অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here