সার-বীজ পাচ্ছেন সাত লাখ কৃষক

0
370

খবর ৭১: ২০১৮-১৯ অর্থ বছরের কৃষি প্রণোদনার আওতায় দেশের ৬৪ জেলায় ৬ লাখ ৯০ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৭৯ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৪শ’ টাকার বীজ ডিএপি ও এমওপি সার দেবে সরকার।
রোববার কৃষি প্রণোদনা কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, আজ এ প্রণোদনা ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে কৃষকরা এই সারের জন্য অর্থ পাবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই কৃষকরা এই টাকা পাবেন।
মতিয়া চৌধুরী বলেন, গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, খেসারি, বিটি বেগুন, বোরো, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল আবাদে কৃষকদের উৎসাহিত করতেই এ প্রণোদনা দেয়া হচ্ছে। এ প্রণোদনার ফলে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছি।
এ প্রণোদনা কার্যক্রম মঞ্জুরিকৃত অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থেকে দেয়া হবে। ফলে, এ জন্য কোনও অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে না বলেও জানান মন্ত্রী।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here