সারের দাবীতে ফরিদপুর চিনিকলে মানববন্ধন ও অবস্থান

0
284

সালেহীন সোয়াদ সাম্মী,
ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলে চলতি ২০১৮-২০১৯ আখ রোপন মৌসুমে আখচাষীরা সার সংকটের কারণে সঠিক সময়ে আখ রোপন না করতে পেরে সারের দাবীতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থার আয়োজনে আখচাষীরা ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও ফরিদপুর চিনিকল প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষী কল্যাণ ভবনের সামনে আধা ঘন্টা মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে চিনিকলের প্রধান ফটকের সামনে আবস্থান কর্মসূচি পালন করে।

এসময় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি চলাকালে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদর্শ আখচাষী মো. মোতালেব ফকির, কল্যাণ সংস্থার সহ-সভাপতি
মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, মো. জহুরুল হক, সৈয়দ এটিএম মাসউদ, মো. নজরুল ইসলাম, আখচাষী কল্যাণ ফেডরেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. উসমান গনি
মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ঝুটু, বেনজীর আহম্মদ ও আব্দুল হাই বাশি মিয়া প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here