সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

0
555

খবর ৭১:ঢাকাসহ সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য জানানো হয়েছে।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আশেপাশের এলাকায় তা বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া এরকম হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার কথাও জানানো হয়েছে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ২৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ (রোববার) সূর্যোদয় হবে ৬টা ৪৩ মিনিটে ও সূর্যাস্ত ৫টা ২৬ মিনিটে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here