সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

0
253

খবর৭১:সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে করে দেশের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানান, সোমবার সকাল থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। গতকাল থেকেই খুলনা, বরিশাল, ঢাকা. ফরিদপুর, মাদারী পুর ও শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here