সামিকে টানা তিন ঘণ্টা পুলিশের জেরা

0
517

খবর ৭১:স্ত্রী হাসিন জাহানের অভিযোগে টানা তিন ঘণ্টা গোয়েন্দাদের জেরার মুখে ছিলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। এই প্রথম বিষয়টি নিয়ে পুলিশের মুখোমুখি হলেন তিনি।

বুধবার বেলা পৌনে ২টার দিকে লালবাজারে ঢোকেন সামি। পুলিশি জেরা চলে বিকাল সোয়া ৫টা পর্যন্ত। খবর আনন্দবাজারের।

সামিকে লালবাজারে তলব করে আগেই নোটিশ পাঠিয়েছিল পুলিশ। শহরের একটি পাঁচতারা হোটেলে এসে উঠেছিলেন তিনি। বুধবার দুপুরে সেখান থেকেই নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারের পৌঁছান সামি।

তবে সামিকে জেরা করার আগেই তার ভাই মোহাম্মদ হাসিবকে জেরা শুরু করেছেন গোয়েন্দারা। মঙ্গলবার সামিকে সমন পাঠানোর আগেই ডেকে পাঠানো হয়েছিল হাসিবকে।

বুধবার দুপুর ১২টায় লালবাজারে পৌঁছান হাসিব। তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা বিভাগে। সেখানে ডিসি ডিডি নিলু শেরপা চক্রবর্তীর নেতৃত্বে গোয়েন্দারা তাকে জেরা শুরু করে।

হাসিন জাহানের করা অভিযোগে, সামির ভাই-ই প্রধান অভিযুক্ত। হাসিন তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করেছিলেন।

এর আগে কলকাতা পুলিশের দল উত্তরপ্রদেশে তদন্তে গেলে, গাঢাকা দিয়েছিলেন হাসিব।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসিনের অভিযোগ নিয়ে টানা জেরা করা হচ্ছে হাসিবকে। বুধবারই তার বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা। একই দিন ডেকে পাঠানো হয়েছে সামিকেও। কিন্তু সামি আদৌ লালবাজারে আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

সামির ম্যানেজার আগে জানিয়েছিলেন, সামি নিজে না এসে তার আইনজীবীকে পাঠাবেন। তবে শেষমেশ তার আইনজীবীকে সঙ্গে নিয়েই লালবাজারে যান সামি।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here