সামাজিক সকল অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল করতে হবে অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন

0
266

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সামাজিক সকল অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল করতে হবে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতার হাত বাড়াতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সজাক থাকার আহবান জানান। সমাজ থেকে অপরাধদমনে পুলিশকে সর্বস্তরের জনগণকে সহায়তা করতে হবে। গতকাল রোববার বিকেলে জিয়ানগর বাজারে দুপচাঁচিয়া থানা ও জিয়ানগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং বিরোধী আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) মো. মোকবুল হোসেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহম্মেদ, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম, গুনাহার ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, জিয়ানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা এম, সরওয়ার খান, সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিংয়ের সহসভাপতি আশরাফ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, জিয়ানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কায়ছার আলী, আ’লীগ নেতা এ্যাড. মতিউর রহমান, জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল আজাদ লিটন, সাবেক ইউপি সদস্য আইন উদ্দিন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here