সাদুল্যাপুরের বীরঙ্গনা ফুলমতি পেলেন ‘বীর নিবাস’

0
320

 

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ পেলেন গাইবান্ধার সাদুল্যাপুরের বীরঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি।
সোমবার তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘বীর নিবাস’ প্রদান করেন, গাইবান্ধা-৩,(সাদুল্যাপুর- পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য – ডাঃ ইউনুছ আলী সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও এলজিইডি’র তত্বাবধায়নে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার উত্তরপাড়ায় সরকারী খাস জায়গার উপর নির্মিত ‘বীর নিবাস’। ৪ কক্ষ (বিদ্যুৎসহ ২টি বেড, ডাইনিং ও কিচেন) বিশিষ্ট ‘বীর নিবাস’। এছাড়া, এই ‘বীরনিবাস’-এ আলাদা ল্যাট্রিনসহ গরু ও মুরগী রাখার জন্য আলাদা ঘর নির্মিত হয়েছে। ‘বীর নিবাস’ প্রদানানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা- রহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আলহাজ্ব শাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড’র বীর মুক্তিযোদ্ধা মেছের উদ্দিন সরকার প্রমুখ। ঘর পেয়ে খুশি রাজকুমারী রবিদাস ফুলমতি বলেন, দেশ স্বাধীনের ৪৬ বছর পর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছি। আর এখন পেলাম ঘর। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

খবর ৭১/ ই :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here