সাঘাটায় ব্রীজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

0
403

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামের রেল লাইন সংলগ্ন কাদের আলীদহ ব্রীজের এ্যাপ্রোচ ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে জনসাধারণের যাতায়াতের সুবিধার্তে এ্যাপ্রোচের উপর সাঁকো নির্মাণ করেছে। এ সাঁকোর উপর দিয়ে জনসাধারণ পায়ে হেঁটে ঝুকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছে। গত বন্যায় ব্রীজটির পশ্চিম পার্শ্বের সংযোগ সড়কের এ্যাপ্রোচ ভেঙ্গে যায়। কিন্তু, অদ্যবদি এর পূণঃসংস্কার না করায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ৬ গ্রামের জনসাধারণকে। গত বছর অর্থ বছরে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অনন্তপুর গ্রামে রেল লাইন সংলগ্ন রাস্তার খালের উপর প্রায় ২২লাখ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করে। নির্মাণের পর পরই সাম্প্রতিক বন্যায় ব্রীজেটির পশ্চিম পাড়ে ৩০ ফুট এলাকা জুড়ে এ্যাপ্রোচ ভেঙ্গে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। এরপর আর সেখানে এ্যাপ্রোচ পূণ:নির্মাণ না করায় এলাকাবাসী বাসের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে বন্ধ রয়েছে ঐ ব্রীজের উপর দিয়ে যান চলাচল। এতে করে বাটি, অনন্তপুর, গাছাবাড়ি, কচুয়া, চন্দনপাঠ, বুরুঙ্গী গ্রামসহ ৬ গ্রামে বসবাসকারী স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার জনসাধারণ চলাচলের ক্ষেত্রে চরম দূর্ভোগে পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা দ্রুত সম্পসারণে সংশ্লিষ্ট বিভাগের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here