সাকিবের আরও একটি বিরল রেকর্ড

0
254

খবর। ৭১: আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০০০০ রান এবং ৫০০ উইকেটের মালিক হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যেটি একজন ক্রিকেটারের জন্য অনেক বড় একটা অর্জন।
আজ সাকিব যে রেকর্ডটি গড়েছেন এ রেকর্ডে সবার আগে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তিনি ৫১৬ ম্যাচে ৬২ শতকসহ ২৫৫২৯ রান সংগ্রহ করেছেন। তার উইকেট সংখ্যা ৫৭৭। ক্যালিসের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ৪৭৭ ম্যাচে ১১ শতকে ১০৪০৭ রান সংগ্রহ করার পাশাপাশি উইকেট নেন ৫০১টি।
আর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন সাকিব আল হাসান ৩০২ ম্যাচে ১২ শতকে ১০১০২ রান সংগ্রহ করেন।
ভারতের দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তান ইনিংসের ১৮.১ ওভারে আফগান ব্যাটসম্যান নজিবুল্লা জাদরানকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে সাকিব আজ বৃহস্পতিবার নতুন এ মাইলফলকে পৌঁছান। সাকিবের নামের পাশে ১০০০০ রান আগেই যোগ হলেও আজকের ম্যাচের আগে ৪৯৯ উইকেট পেয়েছিলেন। ৫০০ উইকেট পেতে শুধু একটি উইকেটের জন্য অপেক্ষায় ছিলেন সাকিব। যেটি তিনি আজ পেয়ে গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here