সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যা জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত

0
427

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: পাবনায় আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনলাইন মিডিয়া ক্লাব, রিপোর্টার্স ইউনিটসহ কয়েকটি সংগঠনের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, যুগান্তর ও আনন্দ টিভির প্রতিনিধি শাহিদুল ইসলাম শাহী। অপরদিকে, তার মৃত্যতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। (৩০আগস্ট) সকাল ১১ সাড়ে টায় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ইমরান হোসেন সেখ, সাজু খান, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাইফুল ইসলাম বাবু, সাজাদ হোসেন তুহিন, প্রমুখ, গণমাধ্যমকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ, অনলাইন পত্রিকা এ টু জেড এর রাজু শেখ, জাকাতুর বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সমকালের সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আলোচনা শেষে সাংবাদিক আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অপরদিকে, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির, শেখ শাহ আলম, ইমরান হাসান, বিএম কবির হোসেন, এস এম রাসেল মামুন, আশরাফুল আলম, কাজী আশরাফ, রাবেয়া জাহিদ, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান, মোস্তফা, ছদরুল, আছমা আক্তার সাথী, ফাতেমা খানম, ইমান আলী, জনী চৌধুরী, মাহফুজুর রহমান। লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বক্তারা, সাংবাদিক সুবর্ণা নদীসহ বিগত সময়ে নিহত সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দাবি করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here