সাংবাদিক তাওহীদুল ইসলামকে হয়রানির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

0
348

খবর ৭১: রাজধানীর বনানীতে সেতু কর্তৃপক্ষের কার্যালয় ‘সেতু ভবনে’ দৈনিক আমাদের সময়’র জেষ্ঠ্য প্রতিবেদক তাওহীদুল ইসলামকে হয়রানি করায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পেশাগত কাজে তাওহীদুল ইসলাম মঙ্গলবার সকালে সেতু ভবনে যান। বের হওয়ার সময় বিনা অনুমতিতে প্রবেশের দায়ে তাকে ‘আটক’ করা হয়। এরপর সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন) মনিরুল আলম এবং পরিচালক (প্রশাসন) এম কায়সারুল ইসলাম তাকে দুই দফা জেরা করেন। সরকারি দপ্তরে খবর সংগ্রহে তথ্য মন্ত্রাণালয়ের ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দেখালেও তারা নিবৃত্ত হননি। উল্টো সেতু ভবনে প্রবেশের ‘দায়ে’ তাওহীদুলকে দেড় ঘন্টা আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হ¯ক্ষেপে তিনি সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের জেরা থেকে নিস্কৃতি পান। আজ ৭ ফেব্রুয়ারি, বুধবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ক্সসয়দ শুকুর আলী শুভ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here