সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান —ইউএনও- এসএম গোলাম কিবরিয়া

0
260

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সমাজ তথা দেশের কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ব আহবান জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বলেছেন- সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে; সেহারে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে না। সুতরাং, দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের দরকার। তাই, ঐক্যবদ্ধভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে প্রকৃত সাংবাদিকতার সংখ্যা বৃদ্ধি পাবে। এতে হ্রাস পাবে ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজ তথা দেশের স্বার্থে কাজ করার মতো সাংবাদিকতার। ঘটবে পেশাগত মানোন্নয়ন। এ সমস্যা সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন। শনিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মানা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। ক্লাব’র সাধারণ সম্পাদক-সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ-আতিয়ার রহমান, রাকিব মোঃ হাদিউল ইসলাম, অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, বামনডাঙ্গা মডেল হাই স্কুলের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান- প্রভাষক আবুল কাশেম। ক্লাব’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু বক্কর সিদ্দিকের মুল বক্তব্য, সার্বিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক সম্পাদক নুরে শাহী আলম লাভলুর স লনায় এ সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক আব্দুল ওয়াহেদ, মোশাররফ হোসেন বুলু, আবু বকর ছিদ্দিক, শামীম সরকার শাহীন, ক্বারী আবু জায়েদ খাঁন প্রমুখ। আলোচনা শেষে ফ্রি এম্বুলেন্স সেবা প্রদানের মাধ্যমে সেরা সাফল্যের জন্য জাতীয় সংসদ সদস্য- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতিনিধি রাকিব মোহাম্মদ হাদিউল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউএনও, থানা অফিসার ইনচার্জ, অন্যান্য অতিথিবৃন্দ ও ক্লাব’র সভাপতি। এসময় ক্লাব’র পক্ষ থেকে হতদরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী ছাত্র বিদ্যুৎ কুমারকে কিছু নগদ অর্থ প্রদান করা হয়। পরে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের জন্য ইউএনও ও থানা অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করেন অন্যান্য অতিথিবৃন্দ ও ক্লাব’র বিভিন্ন পদস্থ সদস্যগণ। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত হতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন রাকিব মোহাম্মদ হাদিউল ইসলাম।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here