সাংবাদিকদের ‘উদ্বেগ’ কমাতে কাজ করবেন তথ্যমন্ত্রী

0
230

খবর৭১ঃতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ‘উদ্বেগ’ কমাতে তিনি কাজ করবেন।

চট্টগ্রাম সার্কিট হাউসে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে, তা কমাতে কাজ করব। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে, নীতিমালার ভিত্তিতে তখন ভুঁইফোড় অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে।

তথ্যমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। ২৮ জানুয়ারি সময়সীমা আছে, চেষ্টা করব সময়সীমার মধ্যে করা যায় কিনা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here