সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রী সেলসিয়াস, শীতে কাতর নওগাঁর মানুষ

0
414

খবর ৭১:গত ক’দিন ধরে চলমান তীব্র শৈত্যপ্রবাহে কাতর হয়ে পড়েছে নওগাঁবাসী। প্রচণ্ড শীতের মধ্যে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।

নওগাঁ আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, শনিবার নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো ৪/৫ দিন ওঠা নামা করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এ অবস্থায় দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে নিম্ন আয়ের মানুষের। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে দারুন ভাবে। গাড়ীর হেডলাইট জ্বালিয়ে চালকদের গাড়ী চালাতে হচ্ছে। সুর্যের মুখ দেখা যাচ্ছেনা বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। শীতজনিত রোগ সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে।

আজ শনিবার সদর হাসপাতালে কমপক্ষে ৫০/৬০ জন শিশু এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিল বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মুনির আলী আকন্দ জানিয়েছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে তিনি জানান।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here